ডুমুরিয়ায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক গ্রামের কাগজের ডুমুরিয়া প্রতিনিধি সাব্বির খান ডালিমের পিঠের টিউমারটি গতকাল শনিবার দুপুরে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সুত্রে জানা গেছে, ঘাড়ের নিচে পিঠের বাম পাশে একটি টিউমারের কারণে ডালিম দীর্ঘদিন ধরে নানাবিধ যন্ত্রণা-সমস্যায় ভুগছিলেন। ওই টিউমার নিয়ে চিকিৎসকদের পরামর্শে নানাবিধ পরীক্ষা-নিরিক্ষা শেষে অপারেশনের সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়ার একটি বে-সরকারি ক্লিনিকে ডুমুরিয়া অঞ্চলের বিশিষ্ট চিকিৎস দ্বীন মোহাম্মদ খোকা কোনো প্রকার খরচ না নিয়েই তার অপারেশন সম্পন্ন করে দিয়েছেন।
সাংবাদিক ডালিমের শরীর থেকে সফলভাবে টিউমারটি অপসারণ করে দেওয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাগেরহাট জেলার সহকারী পরিচালক ডা. খোকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও ডালিমের আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন- সিনিয়র সাংবাদিক কাজি আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুণ দেবনাথ, আবদুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, এস. রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, শেখ আবদুস সালাম, সেলিম আবেদ, সুজিত মল্লিক, জি.এম ফিরোজ, গাজী আবদুল কুদ্দুস, আশরাফুল আলম, সুব্রত ফৌজদার, সুমন ব্রহ্ম, মাসুম গাজী, নাসিম গাজী।
Please follow and like us: