বাইসাইকেল চুরি করে পালানোর সময় সাকুর মোড়ল (১৩) নামে এক তরুণকে আটক করেছে আনসার ভিডিপির সদস্যরা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে খর্নিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। সে বটিয়াঘাটা উপজেলার বড়কড়িয়া গ্রামের মুজিবুর রহমান মোড়লের ছেলে।
ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা আল আমিন জানান, সাকুর গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে খর্নিয়া বাজারে একটি দোকানের পাশে সাইকেলটি রেখে উপজেলার ভদ্রদিয়া গ্রামের সাগর বিশ্বাস নামে এক ব্যক্তি অন্য একটি দোকানে বাড়ির কিছু সামগ্রী কিনতে যায়। কিছু সময় পর ফিরে দ এসে দেখেন বাইসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজির পর জানতে পারেন,খর্নিয়া ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা একটি বাইসাইকেলসহ একজনকে আটক করেছে। তিনি সেখানে গিয়ে তার বাইসাইকেলটি সনাক্ত করেন। এসময় আনসার ভিডিপির সদস্য ও লোকজনের সামনে সাকুর সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে (মেলেটারি) আর্মির একটি টহল গাড়ী অনেক লোকজনের উপস্থিতি দেখে দাঁড়িয়ে যায় এবং সবার কাছে জানার পর বয়স কম হওয়ায় মানবিক কারণে আনসার ভিডিপির দলনেতা আল-আমিন পিতাকে ডেকে এনে তাকে তার হাতে তুলে দেন।
Please follow and like us: