খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন পর্যায়ের স্টক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিএসও ফ্রমের আয়োজনে, রাইট টু গ্রো প্রকল্প ও দি হাঙ্গার প্রকল্পের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসও ফোরামের সভাপতি এস এম মেসবাহ উল আলম টুটুল। প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্ট এন্ড সিইও টিমোথি ওয়ার্ড। বিশেষ অতিথি ছিলেন সুজনের পরিচালক এবং দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট শেখ বদিউল আযম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ফিন্যান্স ম্যানেজার জেথ্রো ক্যালিবিউকার।
বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চরিক সমন্বয়কারী খোরশেদ আলম, আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দেদারুল হোসেন দেদার, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, মিপস প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাজমুন নুর, রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান,
প্রদীপ সরকার, সামিউল আলম, শারমিন নাহার, মাসুদ পারভেজ প্রমুখ। সভা সঞ্চালনা করেন রংপুর ইউনিয়ন সিএসও ফোরামের সভাপতি আশীষ কবিরাজ।
Please follow and like us: