১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার চুকনগরে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০১৮, ১৯:০৫ | 699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ আব্দুল মজিদ, চুকনগর (খুলনা) থেকেঃ- ডুমুরিয়ার চুকনগরে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বেলা ১টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ। গ্রেফতারকৃতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার আব্দুল মজিদ শেখের পুত্র রিপন শেখ (২৭), ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের আব্দুস সোবহান মোড়লের পুত্র শাহিনুর রহমান (৩৮) এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরমোহাম্মদ শেখের পুত্র মহিউদ্দিন (২৭)। এরা ৩জনই চুকনগর শহরে মাছ ও রেণু পোনার ব্যবসা করেন বলে জানা যায়। তারা মাছের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেডের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে অভিনব পন্থায় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশনের সামনে থেকে শাহিনুর রহমান ও মহিউদ্দিন কে ৪৭গ্রাম হেরোইন সহ আটক করলেও মুল হোতা রিপন শেখ পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার সকালে পুনরায় তাকে ধরার জন্যে অভিযান চালায় র‌্যাব। অবশেষে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে বেলা ১টার দিকে চুকনগর বধ্যভ’মি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায় তারা সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একাধিক ব্যাক্তির মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে নিয়মিতভাবে কুমিল্লা, ফেণী, চট্টগ্রাম, কক্সবাজার, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET