
ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ মার্চ) রাজারবাগ হোটেল আশ্রাফি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিবি’র চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শহরাঞ্চল-২ এর সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: