সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাড়াশের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র্যালি শেষে পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মনজুরুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার প্রমুখ।