১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন দাখিল




তাড়াশে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন দাখিল

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২৪, ২২:৪২ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (২১ এপ্রিল) ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। এ দিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমাদান করেছেন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ম‌নিরুজ্জামান ম‌নি, তাড়াশ উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত উপজেলা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে হোসনেয়ারা পারভীন লাভলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, তাড়াশ উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছা‌সেবক লীগের সভাপতি আব্দুল খা‌লেক পিয়াস, তাড়াশ উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলনের ছোট ছেলে ম ম জ‌র্জিয়াস মিলন রুবেল মনোনয়ন দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লীগের সভানেত্রী  ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ম‌নোয়ারা খাতুন মি‌নি, তাড়াশ উপ‌জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, তাড়াশ উপ‌জেলা আওয়ামী যু্বলীগের সভাপতি শায়লা পারভীন ও নওগাঁ ইউ‌নিয়ন ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক নাজমা খাতুন। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২১ এপ্রিল রবিবার। শেষ সময় পর্যন্ত অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা পেয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET