সিরাজগঞ্জের তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তাড়াশ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ এরফান আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন খন্দকার, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব প্রমুখ।