সিরাজগঞ্জের তাড়াশে দ্রুত গতিতে এগিয়ে চলছে সম্পুর্ন সরকারি অর্থায়নে দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণ কাজ। বৃহস্পতিবার ৭/৯/২৩ সরজমিনে নির্মাণাধীন ভবন ঘুরে দেখা যায় প্রায় ৩০০ শ্রমিকের নানাবিধ কর্মযজ্ঞে কলবরে মুখোর ভবনের বিভিন্ন ইউনিটে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনের ইস্তেহার অনুযায়ী ২০১৭ সালে গনপুর্ত বিভাগ এই প্রকল্প হাতে নেয় এবং বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন। সে অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দেন,যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। তালিকা অনুযায়ী তাড়াশ বাজারের দক্ষিণে মার্কাজ মসজিদ সংলগ্ন ৪০শতাংশ জায়গার উপর নির্মিত হচ্ছে তৃতীয় তলার আধুনিক দৃষ্টিনন্দন মডেল মসজিদের কাজ, যার ব্যয় ধরা হয়েছে ১৩কোটি ৪১লাখ ৮০হাজার টাকা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, মডেল মসজিদের প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত কিন্তু আমরা এই প্রকল্পে প্রচুর জনবল নিয়োগ করে শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি, চলতি বছরের ডিসেম্বরে মসজিদের নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করছি। উদ্বোধন পরবর্তী মডেল মসজিদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে, উপজেলা সংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তা বলেন, আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সুবিশাল এই মডেল মসজিদে প্রতিবছর ১৪হাজার হাফেজ তৈরি হবে, একসঙ্গে ৯০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবে সে ক্ষেত্রে থাকবে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা। আরো থাকবে ইমাম ও মোয়াজ্জিনের আবাসন সুবিধা, লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা বিভাগ, অতিথি ও বিদেশি পর্যটকদের আবাসন সুবিধা, মৃতদেহ গোসলের ব্যবস্থা সহ আরো অনেক ধর্মীয় কেন্দ্রিক অনেক সুযোগ সুবিধা।