৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তির সাথে প্রতারনার অভিযোগ




তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তির সাথে প্রতারনার অভিযোগ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২৪, ২১:২৫ | 693 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমার কাগজপত্র জেলা ভুমি অফিস থেকে তুলে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক আশরাফ আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বরইচড়া গ্রামে। প্রতারক আশরাফ আলী একই ইউনিয়নের পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পাড়িল বরইচড়া গ্রামের সোলেমান মন্ডলের শারীরিক প্রতিবন্ধি ছেলে ভুক্তভোগী আলামিন বলেন, বেশ কিছু দিন আগে আমার নানা-নানীর সম্পত্তির মায়ের অংশ বের করতে গিয়ে একটি খতিয়ানে ভুল পরিলক্ষিত হয়। ওই কাগজটি সংশোধনের জন্য পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আশরাফ আলীর কাছে পরামর্শের জন্য যাই। আশরাফ আলী সকল কাগজপত্র দেখে বলেন তিনি ওই ভুল খতিয়ানটি জেলা ভুমি অফিস থেকে ঠিক করে দেবেন। এ জন্য তিনি প্রথমে আমার নিকট থেকে ৩০ হাজার টাকা নেয়। তাছাড়াও তিনি বিভিন্ন সময় কারণে-অকারণে দফায় দফায় মোট ৯০ হাজার টাকা নেয়। পরে একদিন তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা ভুমি অফিসে নিয়ে গিয়ে একটি খতিয়ানের কাগজ দেয়। যার নং ৯৪ জেএল ২৯। পরে ওই খতিয়ান নিয়ে ভুল সংশোধনের জন্য তাড়াশ উপজেলা ভুমি অফিসে আবেদন করতে গেলে উহা ভুঁয়া বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি আশরাফ আলীকে জানালে এবং টাকা ফেরত চাইলে তিনি বলেন আশরাফ কারো টাকা নিয়ে ফেরত দেয় না।
এ বিষয়ে একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফ আলী আ’লীগ সরকারের সময় এলাকায় বিভিন্ন লোকের সাথে জমি-জমা সংক্রান্ত কাগজ পত্রের কাজ করে দেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছেন। এব্যাপারে গোন্তা গ্রামের বাসিন্দা বুলবুল জানান, আশরাফ আলী ভুক্তভোগী আলামিনের নিকট থেকে ২৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এ প্রসঙ্গে প্রতারক আশরাফ আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না এবং  টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET