সিরাজগঞ্জের তাড়াশে সাইটসেভার্স এর সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র-এর বাস্তবায়নে মঙ্গলবার সমাজসেবা অফিসারের কার্যালয় চত্বরে প্রকল্পের তালিকাভূক্ত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের সুবর্ণ নাগরিক কার্ডের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হাসান শেখের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, গন উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার শামসুজ্জোহা প্রমুখ।
Please follow and like us: