সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার এম এ সাত্তারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার এম এ মাজিদ, তাড়াশ উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ খালিদ হাসান, ড্যানিয়েল এগ্রো কেমিক্যালের প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, তাড়াশ থানা ওসি মোঃ আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান আলী। শেষে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।