২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে মা-মেয়েকে বেধে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৫, ০২:২৮ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি  জয়নুল আবেদীন মাহবুব তিনি জানান পুলিশকে একাধিকবার ফোন দেওয়ার পরও ঘটনাস্থলে আসেনি।এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের বাশবাড়ীয়া দক্ষিন পাড়ায় মরহুম সাইফুল ইসলাম সাঈদ মাস্টারের দোতলা বাসায় বসবাস করেন তার স্ত্রী স্বাস্থ্যকর্মী সেলিনা পারভিন ও তার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া মুশতারীন।
গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের বসতবাড়ীতে ১০/১২ জন অজ্ঞাত ডাকাতদল বিল্ডিংয়ের মেইন গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে রুমের দরজার হ্যাজবলের আংটা বা হুক কেটে কৌশলে তালা বের করে হ্যাজবল খুলে রুমের ভিতরে প্রবেশ করে নিচতলায় রুমে থাকা গৃহকর্তার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হাতমুখ চোখ বেধে উপরে কক্ষে থাকা গৃহকর্তা সেলিনাকেও একইভাবে বেধে রুমে থাকা আলমারি, স্টীল বক্স, সোকেসের তালা ভেংগে আলমারিতে থাকা নগদ দুই লক্ষ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ২টি এন্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইল সোনালী ব্যাংকের ২৬ হাজার লেখা ১টি চেকবই ০৬টি সিসি ক্যামরা ও সিসি ক্যামারার হার্ড ডিস্ক খুলে নিয়ে  চলে যায় ডাকাত দল। পরবর্তীতে তারা একে অপরের হাতের বাঁধন খুলে চীৎকার চেচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অনেক দেরিতে যান।
এ ব্যাপারে কথা হয় তাড়াশ থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেনের  সাথে তিনি জানান, ভাংচুরের কোন আলামত পাওয়া যায়নি, এমনকি ভুক্তভোগী ও অভিযুক্তদ্বয় রাতে একসাথে ভাত খাইছে, সবমিলিয়ে বিষয়টি রহস্যজনক ওসি স্যার ঢাকায় আছেন। এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, চুরির খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদন্ত চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET