৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তালায় ছেলের হাতে মা খুন!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৪, ২৩:২২ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছেলের হাতে মারপীটের স্বীকার হযয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে অভাগা বৃদ্ধ মাতা ছবিজান বিবি (৮০) মারা গেছেন।
সে উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার ২৭ নভেম্বর ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে বিরোধ চলছিল। সে আমাদের বাড়ি হতে বাহির হওয়ার পথ বেড়া দিয়ে ঘিরে রেখে ৭ মাস ধরে অত্যাচার করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মিমাংশা করতে পারেনি। সে কারো কথা মানতে চায় না। গত ১১ নভেম্বর দুপুরে আমি বাড়ি হতে বের হওয়ার সময় সে আমাকে মারধর করে।

এসময় মা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সে ও তার স্ত্রী রোজিনা বেগম তাকেও মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। পরবর্তীতে অবস্থার অবন্নতী হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, এই রুগীর চিকিৎসা করাতে হলে ঢাকায় নিতে হবে। অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা করাচ্ছিলাম। বুধবার ভোররাতে বাড়িতে তার মৃত্যু হয়।
এরআগে মারামারির ঘটনায় তালা থানায় বিল্লাল বাদি হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামী করে মামলা দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET