
মোঃ তাজমুল ইসলাম,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ- আগের চলতি মাসের প্রথম দিকে পার্শবর্তী জেয়ালা গ্রামের একটি খাল থেকে এক নবজাতরে লাশ উদ্ধার হয়ার এক মাস পার হতে না হতেয় তালায় আবার ও এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।
রোববার সকালে তালা উপজেলার জাতপুর গ্রামের ওহাব আলী বিশ^ারেস বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার হয়।
এলাবাসির সূএে জানাগেছে,রোববার ভোর রাএের কোন এক সমায় নবজাতক ছেলে সন্তানের লাশটি কেউ ওখানে ফেলে যায়।এদিকে সকালে গ্রামের লোকজন বাগানের পাশে কাজ করার সমায় লাশটি দেখতে পায়।সংবাদ পেয়ে স্থানীয় জাতপুর ক্যাম্প পুলিশ লাশটি উদ্ধার করে।
এছাড়াও লাশটি দেখতে শত-শত উৎসুক জনতার ভিড় পড়ে। শিশুটির অভিভাবক কে এবং কারা লাশটি ফেলে গেছে সে বিষয় জানতে পাওয়া যায়নি।