দলিতের আয়োজনে ও ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে গতকাল দুপুরে উপযুক্ত উদ্যোক্তা এবং ক্রেতাদের সাথে লিংকেজ সংক্রান্ত সভা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর দলিত হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার সাহা। উদ্বোধনী বক্তব্য রাখেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। সভার কার্যক্রম ও সভার উদ্দেশ্যে বর্ণনা করেন ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ব্যবসায়িক প্রশাসন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি এসকে মারুফুর রহমান । সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা আঁখি। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাইন্যান্স কাম এডমিন অফিসার কৃষ্ণপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোশ্যাল মবিলাইজার রুমা আক্তার।
Please follow and like us: