
দিরাই কলেজ রোডের শাপলা মসলা এন্ড রাইছমিলে মরিচের গুড়ার সাথে ইটের মাটি মেশানোর অপরাধে ওই মিলে শীলগালা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। মঙ্গলবার দুপুরে তিনি কলেজ রোডের বিভিন্ন ফার্মেসি,মোদীর দোকান ও মসলা মিলে অভিযান পরিচালনা করেন। ওই সময় কলেজ রোডের শাপলা মসলা এন্ড রাইছমিলে মরিচের গুড়ার সাথে ইটের লাল মাটি মেশানোর সত্যতা পেয়ে মিলটি সিলগালা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় কলেজ রোডের সৈকত ফার্মেসীকে ৬ হাজার, সোয়েব সুপার শপকে ২হাজার টাকা জরিমানা করেন। কিরণময়ী ফার্মেসীতে ফার্মাসিস্ট না থাকায় তাদের কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা কারী আল-আমিন শাপলা মিলে সিলগালা এবং ফার্মেসী ও মুদি দোকানে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, শাপলা মসলা এন্ড রাইছমিল ও কিরণময়ী ফার্মেসীর মালিক কে ২ সেপ্টেম্বর ভুক্তাঅধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ে হাজির হয়ে উপযুক্ত কারণ দর্শাণোর নির্দেশ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ক্যাব দিরাইয়ের সভাপতি নাজমা বেগম, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন প্রমুখ।
Please follow and like us: