National Alliance of Humanitarian Actors, Bangladesh (NAHAB) উদ্দ্যোগে “দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন এবং অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণটি বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের আওতায় বিল এন্ড মিলিন্ডা গেইটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় বাস্তবায়িত হবে। সোম মঙ্গল ও বুধ (১৮-২০ নভেম্বর) তিন দিন ব্যাপী কর্মশালাটি বাগেরহাট ধানসিঁড়ি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমটির সামগ্রীক সমন্বয় প্রক্রিয়াটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ের সমন্বয়ে নাহাবের সহযোগী সংগঠন রুপান্তর সার্বিক সহায়তা প্রদান করবেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নাহাবের পক্ষে সভাপতিত্ব করেন রূপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সিডিডি’র উপ-পরিচালক ব্রজ গোপাল সাহা, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমদ্দার। নাহাব সমন্বয়কারী মোঃ রওশন আলী এবং সিডিডি’র ফরিদুল ইসলাম ও ইফতেখার হাসান প্রশিক্ষণটি পরিচালনা করেন । সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের উপ-পরিচালক, এনজিও প্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
Please follow and like us: