
দীর্ঘ দেড় যুগ যাবৎ বন্ধ রাখা হয়েছে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের বিকল্প পথটি। হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে যে পথ ব্যবহার করে উপজেলার ঘোপাল ও রাধানগর ইউনিয়ন এবং শুভপুর ইউনিয়নের কয়েক গ্রাম ও পৌর এলাকার পশ্চিম ছাগলনাইয়া ও বাঁশপাড়া ওয়ার্ডের জনসাধারণ চিকিৎসা সেবা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহজে প্রবেশ করার সুযোগ ছিলো সে পথটি ২০০৬ সালে বন্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে উল্লিখিত ইউনিয়ন ও পৌর এলাকার জনসাধারণ হাসপাতালে পৌঁছাতে প্রধান ফটক ব্যবহার করতে বাদ্য হয়। বিকল্প পথটি বন্ধ করার ফলে চিকিৎসা সেবা নিতে আসা লোকজন প্রধান ফটক দিয়ে হাসপাতালে প্রবেশ করতে বাদ্য হওয়ায় অন্তত ১০/১৫ মিনিট অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। বিলম্বে হাসপাতালে পৌঁছার ফলে মুমূর্ষু রোগীদের অনেকের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, ২০০৬ সালে পৌর এলাকার বাঁশপাড়া গ্রামের একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ততকালীন কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলামের উপর নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়। ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এক পর্যায়ে ঐ রোগীর স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিকল্প পথ ব্যবহার করে হাসপাতালে প্রবেশ করে ডাঃ জহিরুল ইসলামকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ততকালীন সময় হামলাকারীদের নামসহ কয়েকজন নিরপরাধ ব্যক্তির নাম উল্লেখ্য করে একটি মামলাও দায়ের করা হয়েছিলো। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হাসপাতালের বিকল্প প্রবেশ পথে দেয়াল নির্মান করে চলাচলের পথ বন্ধ করেদেয়। ফলে বিকল্প পথ ব্যবহারকারী উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো উপকারীভোগী চিকিৎসা সেবা গ্রহনে চরম ভোগান্তির মুখে পড়ে। বাদ্য হয়ে হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার সুযোগ নিতে গিয়ে ছাগলনাইয়া পৌর শহরে সৃষ্ট নিত্য যানযট বিড়ম্বনার শিকার হচ্ছে সেবা গ্রহীতারা। স্থানীয়দের অভিযোগ, ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার পাশ্ববর্তী সড়ক দিয়ে হাসপাতালের বিকল্প পথটি বন্ধ করার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। অন্যদিকে, এ পথটি বন্ধ থাকায় ছাগলনাইয়া-ফেনী প্রধান সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় প্রতিদিন দীর্ঘ যানযটের ফলে মুমূর্ষু রোগীদের শারীরিক অসুস্থতার অবনতি ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের বিকল্প পথটি দ্রুত উন্মুক্ত করার দাবি জানায় স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শোয়েব ইমতিয়া নিলয় দৈনিক ফেনীকে জানান, বিকল্প পথটি কেনো বন্ধ করা হয়েছিলো সেটা আগে জানতে হবে। তিনি জানান, যদি বন্ধ পথটি উন্মুক্ত করার অনুমতি পাই তবে অবশ্যই জনস্বার্থে উন্মুক্ত করা হবে।
Please follow and like us: