
সিরাজগঞ্জের বহুল প্রচারিত ও দাপটে পত্রিকা দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার ১৩ বছরের পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সিরাজগঞ্জ ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জিহাদুল ইসলাম। এছাড়াও পত্রিকার বিষয়ে বিষাদ আলোচনা করেন দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
দৈনিক সিরাজগঞ্জ প্রতিনিনের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু,
ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, বির্বাহি কমিটির সদস্য আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়। এসময় অন্যান্য প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।