২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দৌলতপুর থানা কমপ্লেক্সের কৃষ্ণ চূড়াগাছ উপড়ে আহত ৩ জন




দৌলতপুর থানা কমপ্লেক্সের কৃষ্ণ চূড়াগাছ উপড়ে আহত ৩ জন

হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৯:৪৮ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা কমপ্লেক্সের কৃষ্ণচূড়া গাছ উপড়ে ভ্যানের উপরে পড়ে আহত হয়ে তিন পথচারী।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত পথচারীরা হলেন রেফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের মৃত কুমরের ছেলে আলমগীর(২৬), রমজানের ছেলে বিদ্যুৎ(৪৫) ও হাফিজের ছেলে কলিংস রহমান অপু(২২)। বাজারের ব্যবসায়িরা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। গুরুতর আহত আলমগীরকে রাজশাহী মেডিক্যাল কলেজে  প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত তিন জন মরিচ বিক্রি করে ভ্যানে চড়ে বাড়িতে যাচ্ছিল। থানার ভেতরে থাকা কৃষ্ণচূড়া গাছ উপড়ে ভ্যানের উপরে পড়লে তিন জন আহত হয়। এসময় পল্লী বিদ্যুৎতের তার ছিড়ে যায় এবং বাজারে ব্যবসায়ী শ্রী অজিত কুমার, ছালাম ও মিলনের দোকান ভেঙে যায়।
ঘটনাস্থল দৌলতপুর বাজারে গিয়ে দেখা যায়, থানার গাইড ওয়াল ও কিছু দোকান ভেঙে গিয়েছে গাছের আঘাতে। ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সাথে স্থানীয়রা গাছ কেটে সরিয়ে দিচ্ছেন। সেই সাথে পল্লী বিদ্যুৎতের কর্মীরা বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করছেন। আর তা তদারকি করছেন থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল হাসান।
আহত আলমগীরের আত্মীয় ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আলমগীর একজন দিনমজুর, তার মাজার হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসা করার মতো টাকা তার নাই। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি চিকিৎসা খরচ বহন করে তাহলে ভালো হতো।
ঘটনার ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET