কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর মডার্ণ মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মাদরাসা এসোসিয়েশনের সভাপতি খায়রুল বাশার। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মজুমদার, পরিবহন ব্যবসায়ী জালাল সিকদার, মাওলানা এম এ ফরায়েজী, বসন্তপুর মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী মজুমদারের সভাপতিত্বে, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মাহম্মদ আলীর সার্বিক ব্যবস্থায়পনায় ও মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুলকরা সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মফিজুর রহমান, আয়েশা নুর মহিলা মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ডাঃ মফিজুর রহমান, মাওলানা ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।