“একতাই শক্তি, একতাই বল” স্লোগান সামনে রেখে এগিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “ধ্রুব ফাউন্ডেশন”।
গত সোমবার (১৬ ডিসেম্বর) বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। এসময় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৪/২০২৫ সালের (১ বছর মেয়াদি) কমিটিতে খাইরুজ্জামান রুবেল’কে সভাপতি ও সাদীদ হোসেন খান’কে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ভোটের সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজীব এহসান, লোকমান খান ও সুজন ইসলাম। এসময় বাঘড়া হাই স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্যা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে তারা।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বরের ১ তারিখে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছে। ধ্রুব ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রম বা কর্মসূচীগুলো হলো, অসহায় মানুষের সেবা ও পাশে দাড়ানো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। রমজানে দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ-সামগ্রী বিতরণ। শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগকালীন সহযোগিতা প্রকল্প, মেডিকেল ক্যাম্পেইন ও স্বাস্থ্য পরামর্শ, কৃতিশিক্ষার্থী ও গুণীজন সম্মাননা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মাদক ও অশ্লীলতা বিরোধী গনসচেতনতা সৃষ্টি, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ সাধনসহ অন্যান্য স্বাভাবিক উন্নয়ন মূলক কার্যক্রম।
Please follow and like us: