
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ সাপাহারে এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর উদ্দ্যেগে ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারী সোমবার সারা দিন ব্যাপি উক্ত প্রকল্পের নিজ সহায়তায় সাপাহার উপজেলা ১ নং সদর ইউনিয়ন এর সকল গরু ও ছাগল কে বিনা মূল্যে ভ্যাক্সিনেশন দেয়া হয়েছে। ভ্যাক্সিনেশন প্রোগ্রামে সদয় উপস্থিত ছিলেন এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম,অন্যান্যর মধ্যে এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর ফিল্ড সুপার ভাইজার আঃ সালাম,সুবাস কুজুর,আলী হায়দার, কারিতাস রাজশাহী অঞ্চল সাপাহার প্রকল্পের সিও বাবুলাল তিরকী,রোস্তম আলী,আঃ রশিদ,সুলতান কবির সখিন খালকো প্রমুখ ।