
স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের জুলাই মাসের মাসিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এই সভা অনলাইনে গুগল মিট এ্যাপসের মাধ্যমে বুধবার সন্ধ্যায় সম্পন্ন করা হয়। উক্ত সভায় নবজাগরণ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সাধারণ সদস্য ও কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন। শুরুতেই নতুন স্বেচ্ছাসেবক, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও কমিটির সকলে নিজেদের পরিচয় দিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা হয়।
উক্ত সভায় সংগঠনের বিভিন্ন টিমের টিম লিডারগণ তাদের চলমান কাজের অগ্ৰগতি সম্পর্কে বলেন এবং কাজগুলো কিভাবে আরও ভালো ভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে সাধারণ সম্পাদক ভলান্টিয়ার এসেসমেন্ট ২.০ এর জন্য ৬টি টিম এবং টিম লিডার ঘোষণা করেন। তারপর দায়িত্ব প্রাপ্ত লিডারগণ তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা প্রকাশ এবং নতুন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সবশেষে, নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি কর্তৃক সংগঠনের কেন্দ্রীয় ৫ টি টিমের পরবর্তী ৩ মাসের জন্য নতুন ৫ জন টিম লিডার ঘোষণা করা হয় এবং পরবর্তী প্রোগ্রামসহ সামগ্ৰিক বিষয়ে আলোচনা, অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Please follow and like us: