১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




নববধূকে কুপিয়ে হত্যা, ভাবি কারাগারে

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৩, ২২:১২ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে শনিবার সন্ধ্যায় আব্দুল জলিলের ঘরে ঢুকে তার মেয়ে নববধূ ঝর্ণা আক্তারকে (১৮) কুপিয়ে খুনের ঘটনায় নিহত ঝর্ণার বড় ভাই শাহীনের স্ত্রী ফুলনাহার আক্তার কলিকে (২২) রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটকৃতরা হলো ভাবি ফুলনাহার আক্তার কলি, তার মা উপজেলার সাত বাড়িয়া গ্রামের মীর হোসেনের স্ত্রী কহিনুর আক্তার, কেন্দ্রা গ্রামের খোকনের মেয়ে নিহত ঝর্ণার বান্ধবী খুকি আক্তার, তার ভাই মোহাম্মদ পরান, একই গ্রামের শফিকুর রহমানের মেয়ে গোল রেহান’সহ ৭জন। রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় ঝর্ণার ভাবি ফুলনাহার আক্তার কলিকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় নিহত ঝর্ণার পিতা আব্দুল জলিল বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
নাঙ্গলকোট থানা ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, পারিপার্শ্বিক অবস্থায় হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা থাকায় নিহতের ভাবি ফুলনাহার আক্তার কলিকে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET