কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বাবলু মজুমদারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে উপজেলার মেরকট দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুলিশি নির্যাতনে আহত হয়ে ২০২২সালের ২৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা ইব্রাহীম বাবলু মজুমদারের মৃত্যু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন।
উপজেলা ছাত্রদল নেতা মাসুদ চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ব্যবসায়ী জাকির হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা কবির খান, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ, উপজেলা শ্রমিকদল সভাপতি সাঈদ ইকবাল, যুবদল নেতা জুয়েল হোসেন।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মরহুম ইব্রাহিম বাবলু মজুমদারের পিতা আবু তাহের মজুমদার, যুবদল নেতা হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা ওবায়েদুল হক, মক্রবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা ফারুক মজুমদার, নাহিদ, সুমন, জাবেদ, পারভেজ, জাহাঙ্গীর, ইলিয়াছ প্রমূখ।
স্মরণ সভা শেষে ইব্রাহীম বাবলু মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলীম মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসাইন।