৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ডাকাতির ৫ দিন পর ৫ ডাকাত গ্রেফতার

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৪, ০৩:৪১ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির ঘটনার ৫দিন পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর তালতলা বাজার সংলগ্ন মরহুম আকমত আলীর মেয়ে নাসিমা আক্তার পাখির বসতঘরের টিন কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, টেলিভিশন, ইত্যাদি নিয়ে যায়। এই ঘটনায় ভোক্তভুগী পরিবার নাঙ্গলকোট থানায় মামলা করার পর থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক  সঙ্গীয় ফোর্স ডাকাত দলের ৫ সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এবং মালামাল গুলো উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের শাকতলী গ্রামের ওসমান গণীর ছেলে আবু বকর (৫০), জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে বাবুল (৪৫), আদ্রা উত্তর ইউনিয়নের ভোলাইন গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন, জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে রাকিব, বটতলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET