কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক প্রাক্তন ছাত্র মাষ্টার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
আজিয়ারা সপ্রবি প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক শান্তি মোহন বাবু, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, সাবেক চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, সাবেক শিক্ষার্থী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুজ্জামান মজুমদার সবুজ, মাষ্টার জাকির হোসেন, মাষ্টার আব্দুল লতিফ পাটোয়ার, প্রধান শিক্ষক মফিজুর রহমান, লাকসাম বিএন হাইস্কুল প্রধান শিক্ষক কামাল হোসেন, মাষ্টার আব্দুল মান্নান, ফজলুল কবির, নাছির আহম্মেদ খোকন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।