জামাল উদ্দিন স্বপন:- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার ফাজিল মাদ্রাসার অফিস স্টাফ হাফেজ অজিউল্লাহর সহধর্মীনী আনোয়ারা বেগম (৬০) দীর্ঘদিন অসুস্থতার পর গত ১৩ জানুয়ারী শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে পৌর এলাকার ধাতীশ^রের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না….রাজেউন। মৃত্যুকালে মরহুমা স্বামী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। ওইদিন আসর নামাজান্তে ধাতীশ^র জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান মরহুমার মেঝু ছেলে মৌলভী জাকির হোসাইন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নিবার্হী অফিসার দাউদ হোসেন চেীধুরী, পাটোয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ-কবি-সাংবাদিক নুরুন্নবী রহমানী, সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ চেীধুরী, মাস্টার মেসবাহ উদ্দিন প্রমুখ।