
নাঙ্গলকোট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের অগ্রাধিকারভিত্তিক তালিকার ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার মাছের পোনা বিতরণ করা হয়। মাছের পোনা বিতরণ করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক অশোক কুমাস দাস, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১৪০ জন প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে ৫ কেজি করে ১০-১৫ সেন্টি মিটার সাইজের রুই, কাতল, মৃগেল কার্প জাতীয় মাছের পোনা বিতরন করা হয়।
Please follow and like us: