মাদরাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন “মেধা” এর আয়োজনে বৃত্তি পরীক্ষা শনিবার কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মেধা বৃত্তি পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দাখিল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদরাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন “মেধা” কুমিল্লা জেলা ভিত্তিক একটি সংগঠন, এ সংগঠনের অধিনে কুমিল্লা জেলার ৮টি উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় বৃত্তি পরীক্ষা নেয়া হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ। নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদরাসা বৃত্তি পরীক্ষা অফিসার ইনচার্জ ছিলেন চান্দলা কে.ভি স্কুল এন্ড কলেজ প্রভাষক শরিফুল ইসলাম, কেন্দ্র সচিব ছিলেন বাহুড়া দারুল আরকাম মাদরাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন, কেন্দ্র তদারককারী ছিলেন ওই মাদরাসা সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবু জাফর মিয়াজী।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাটিতলা বালিকা দাখিল মাদরাসা শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম রাশেদ, দেওভান্ডার কারিগরি ইসলামীয়া দাখিল মাদরাসা শিক্ষক মাওলানা ইমাম হোসাইন, ঘোড়াময়দান তালিমুল কুরআন নূরানী ও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন, বাহুড়া দারুল আরকাম মাদরাসা সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজাহান প্রমূখ।