বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের কর্মী সম্মেলন শনিবার বিকালে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম মনির, বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জামাল হোসেন ও ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন।
বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি নুরুন্নবী স্বপন, ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, ডাক্তার সাইফুল আলী, মহিবুল্লাহ মেম্বার, মনির হোসেন সিফাত, জিয়াউল হক জীবন, নজির আহমেদ সুমন, আলা উদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন টিপু, ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ, জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহবায়ক আবু ইউনুস হাসান মানিক, আহসান উল্লাহ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম, আলমগীর মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামারুজ্জামান, আলী হোসাইন টিপু, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আজিম, ইব্রাহীম, আজাদ, ছাত্রদল নেতা তারেক, সাইফুল, আজিজ, সুমন প্রমূখ।