১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২৪, ০২:৫০ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদস্য ও বটতলী ইউনিয়ন পরিষদ মেম্বার জাকির হোসেনকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বটতলী ইউনিয়ন যুবলীগ নেতা জিনিয়ারা গ্রামের মোহাম্মদ সেলিম ও আওয়ামীলীগ নেতা সিদ্দিক মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে বটতলী ইউনিয়নের জিনিয়ারা রাস্তার মাথায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হামলায় আহত যুবদল নেতা জাকির হোসেন মেম্বার বলেন, আমি ইউনিয়ন পরিষদ থেকে সরকারি চাউল বিতরণ শেষে অটোরিকশা যোগে বাড়িতে রওয়ানা করি। এ সময় জিনিয়ারা মোড়ে গেলে ওই গ্রামের যুবলীগ নেতা সেলিম ও আ’লীগ নেতা সিদ্দিক মিয়া আমাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারী সেলিম ও সিদ্দিক এলাকার চিহৃত মাদক কারবারি, তাদের মাদক কারবারের বিষয়ে আমি বিভিন্ন সময়ে প্রতিবাদ করায় তারা আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। এছাড়াও চলতি মাসের ২৭ তারিখ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার পেস্টুন তারা উভয়ে ছিঁড়ে পেলে, বিষয়টি নিয়ে আমি তাদেরকে হুশিয়ার করায় তারা আমাকে বাড়িতে যাওয়ার সময় একা পেয়ে হামলা চালায়। আমি প্রশাসনের নিকট এ হামলার বিচার দাবি করছি।
অভিযুক্ত সেলিমের বক্তব্য জানতে একাধিক বার ফোন করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET