
কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে প্রনোদনা ও পূনর্বাসনের আওতায় রবি প্রনোদনায় ও পূর্নবাসনের আওতায় ১৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার প্রমূখ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ কৃষকদের মাঝে বোরো ধান বীজ, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, মরিচ, টমেটো, সূর্যমুখী, গম বীজ বিতরণ করেন।
মাঈন উদ্দিন দুলাল