
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে বন্যা দুর্গত ৩ শ’ পরিবারে রবিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়-সহ অস্থায়ী আশ্রায়কেন্দ্র এবং বক্সগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, তৈল, লবন ও সাবান।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা মজলিসে সূরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক ডাক্তার শাহআলম চিশতি, জামায়াত নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মাওলানা জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নেছার উদ্দিন, এডভোকেট ওমর ফারুক, আবুল কালাম, আলী আক্কাস প্রমুখ।