নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-সাবেক মেয়র ও কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উপদেষ্টা একেএম মনিরুজ্জামান, আল আরাফাহ ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মহী উদ্দিন। বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিএসসি, পরিচালক শফি উল্লাহ দুলাল, মিজানুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাষ্টার লোকমান হোসেন, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৫শ ৮৪জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।