কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর মানসিক ভারসাম্যহীন শাহজাহান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা সদরের পূর্ব দৈয়ারা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।নিহত শাহজাহান পৌরসভা সদরের পূর্ব দৈয়ারা গ্রামের বাসিন্ধা।য়
নিহত শাহজাহানের পুত্র আবু জাফর বলেন, গত সোমবার থেকে আমার পিতা নিখোঁজ। দীর্ঘদিন থেকে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পাশ্ববর্তী ডোবায় আমার পিতার লাশ পানিতে ভাসছে। শিশু ও কিশোররা ডোবায় শাপলা তুলতে এসে লাশ ভাসতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে আমার পিতার শাপলা ফুল তোলার খুব শখ,তিনি শাপলা ফুল তুলতে গিয়ে পানি ডুবে যায়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।সে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
Please follow and like us: