সারাদেশে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এ নামাজের আয়োজন করেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা মতিয়ার রহমান।
জানাজার আগে ফুলবাড়ী উপজেলা সম্বনয়ক তানভির ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর নওশের ওয়ান,পৌর মেয়র মাহমুদ আলম লিটন,সাবেক মেয়র মানিক সরকার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মন্জুরুল কাদের, জেলা সম্বনয়ক সাজেদুর রহমান সাজু, শিক্ষার্থী সিহাব হোসেন,স্বরণ সরকার প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
Please follow and like us: