ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর অধিনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নীলফামারী সদর উপজেলার শিক্ষক ক্বারী মোঃ আবুল হোসেনকে নৃশংসভাবে হত্যাকান্ডের বিচারের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা কমিটির আহবানে মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে আটোয়ারী উপজেলায় এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্ব্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান, সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ নূর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত ১ জুলাই ক্বারী আবুল হোসেন প্রতিদিনের ন্যায় সকাল বেলা তার শিক্ষ্ াকেন্দ্রে যাওয়ার পথে দুর্বৃত্তরা এলাপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ৬ জুলাই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বক্তারা বলেন, এমন ঘটনার যেন পুণরাবৃত্তি না হয় সেজন্য প্রকৃত হত্যাকারীকে বের করে আইনের আওতায় এনে সব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আলোচনা শেষে মরহুম আবুল হোসেনের আত্মার শান্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আইনুল হক।