
চলমান কোটা সংস্কার আন্দোলনের নামে
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
আজ ২৬ শে জুলাই শুক্রবার জুমার নামাজ পর শহরের চৌরাস্তার মোড় এলাকায় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর আহ্বানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জামাত বিএনপির নাশকতা প্রতিহিত করার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করে।
রাজপথে অবস্থান কর্মসূচি পালন কালে
সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত-বিএনপি। কোটা সংস্কারের নামে ছাত্রশিবির, জামাত ও ছাত্রদলকে মাঠে নামিয়েছে তারা। এতদিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বিএনপি – জামায়েতের কোনো ষড়যন্ত্র সফল হবে না। এমপি আরো বলেন, আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীরা যখন মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। তখন দেশবিরোধী চক্র জামায়াত- বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ৩১ কোটি টাকার বিদেশি লবিস্ট নিয়োগ করে। এতে ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।