উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর,নড়াইলের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ ও তার ষ্টাফসহ নড়াইলের কালিয়া পৌরসভাধীন এক অভিযান চালিয়ে চাঁদপুর গ্রামের আলিম চৌধুরীর (রানা) স্ত্রী রুনা বেগম (৩০) এর বাড়ী থেকে একশ’গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে। গতকাল সোমবার এছাড়া নড়াইলের কালিয়া বাজারের ব্যবসায়ী তবিবর রহমানকে (৬৫) অবৈধভাবে স্প্রীট রাখার অপরাধে আটক করা হয়। উভয়কে আটক করা হয়। নড়াইলের কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী স্ব-স্ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ২৬ ধারায় রুনা বেগমকে পাঁচ হাজার টাকা এবং তবিবর রহমানকে পাচঁশত টাকা জরিমানার আদেশ দেন।