![](https://www.naya-alo.com/wp-content/uploads/2019/11/aaaa.jpg)
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলে পদোন্নতি পরিক্ষা পুলিশ-কনস্টেবল-থেকে-নায়েক-কনস্টেবল-থেকে-এটিএসআই ও নায়েক হতে এএসআই (সঃ) পদে পদোন্নতি পরিক্ষা ও প্যারেড পরিক্ষার বোর্ডের ক্যাম্পিং এর সভাপতিত্ব ও শুভ উদ্বোধন করেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) শুভ উদ্বোধন শেষে পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। আমাকে কোন মন্ত্রী বা এমপি কিন্তু বলে নাই যে, আমার লোকটা ইয়াবা-জঙ্গি-সন্ত্রাস-ইভটিজিং-মাদক ব্যবসা, ভ‚মিদস্যুতা করলে তাকে ছাড় দিবেন। তাহলে আপনাদের ভয় কিসের? জঙ্গি-সন্ত্রাস-ইভটিজিং-ইয়াবা-ব্যবসা, যে বড় ভাইয়ের লোকই হোক না কেন তাকে ধরবেন, না হয় পুলিশে খবর দিবেন। এরপর যদি কোন পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্থা না নেয়, তাহলে সেই পুলিশের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে। দরকার পড়লে পুলিশকেও ছাড় দেয়া হবে না। শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল) নড়াইল সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃদ।