মেহেরাবুল ইসলাম সৌদিপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
দীর্ঘ নয় বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এই প্রথম পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে এবং পন্ডিত বিষ্ণুদিগম্বর পলুস্কার স্বরণে মেঘ-মল্লার শীর্ষক সংগীত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘সংগীত বিভাগ’ এ আয়োজনটি করেছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর, ২০২২) সকাল ১১টায় সংগীত বিভাগের বিভাগীয় কক্ষে এ আয়োজনটি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রভোস্ট, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োবিষ্ণুদিগম্বর পলুস্কার পণ্ডিত (১৮৭২-১৯৩১) খ্রিষ্টাব্দ ভারতীয় রাগসঙ্গীতের একজন স্বনামধন্য পণ্ডিত এবং নবতর স্বরলিপির উদ্ভাবক এবং পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে (জন্ম: আগস্ট ১০, ১৮৬০ – মৃত্যু: সেপ্টেম্বর ১৯, ১৯৩৬) ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পণ্ডিতজন।
Please follow and like us: