আব্দুল আজিজ,হিলি প্রতিনিধিঃপবিত্র আশুরাউপ লক্ষে আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দিনটি সরকারী ছুটি হওয়ায় বন্দরের অভ্য ন্তরেও পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ রয়েছে।হিলি স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র আশুরা উপলক্ষে দিনটি সরকারী সরকারী ছুটি হওয়ায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল বুধবার সকাল থেকে যথারিথীভাবে বন্দরে পণ্য আমদানি-রপ্তানি চালু হবে।হিলি ইমিগ্রেশনে সাময়িক দায়িত্বরত ওসি আব্দুল মোত্তালেব জানান, বন্দরে আমদানি-রপ্তা নি সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকলে চেক পোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে
যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।