
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া নতুন হাট এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের জনৈক শিক্ষক সম্প্রতি একটি কুরআন শরীফ হাদিয়া দিয়ে ক্রয় করেন। পরে পবিত্র কুরআন শরীফ টি তেলাওয়াতের জন্য উম্মোচন করতেই দেখেন কুরআন শরীফের কভারে সনাতন ধর্মাবলম্বীদের মুর্তির ছবিসহ বাইন্ডিং করা হয়েছে। বিষয়টি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে জানাজানি হলে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিবৃন্দ শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার মডেল মসজিদ চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারক লিপিতে উল্লেখ রয়েছে, এমদাদিয়া লাইব্রেরী, বাংলা বাজার,ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত পবিত্র কুরআন শরীফে হিন্দু দেবতার ছবিসহ মূদ্রণ এবং বাজারজাত করার ঘটনায় মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত হেনেছে।
এটি কেবল ইসলাম ধর্মের অবমাননা নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। পবিত্র কুরআন মুসলিম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সম্মানিত ধর্মগ্রন্থ ,এতে অন্য ধর্মের মূর্তির ছবি সংযোজন করা কুরআনের পবিত্রতা নষ্ট করার শামিল। প্রতিবাদ সভায় বক্তারা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্মারকলিপি প্রদানের সময় প্রতিবাদকারীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন মুসল্লিরা। প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদানের সময় মুসল্লিদের মধ্যে আলহাজ¦ মোঃ মফিজুল ইসলাম, হাফেজ মোঃ রাফি, হাফেজ মোঃ সাকিল ইসলাম জনি, শিক্ষক মোঃ আতাউর রহমান, হাফেজ মোঃ শফিউল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল সবুর, মোঃ আমির হামজা, মোঃ আশিক ইসলাম,মোঃ সাব্বির হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ সুজন আলী, মোঃ আমির হোসেন, মোঃ আমজাদ হোসেন, কাজী নাজমুল হক, মোঃ আনারুল ইসলাম, আব্দুস সালাম, লিটন আলী, মেহেদী হাসান, মোঃ আয়াতুল্লাহ, আবু হাসান সাবিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা পরিষদ চত্বরের মূল ফটকে স্মারক লিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অেফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এ সময় তিনি বলেন, স্মারকলিপি আমি গ্রহণ করলাম। এক্ষনেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেব। জেলা প্রশাসক মহোদয় এ স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবেন। নিশ্চয়ই আইনগত ব্যবস্থা হবে। এসময়আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, থানার সেকেন্ড অফিসার মোঃ জহুরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।