মুহাম্মদ ছাইফুল্যাহ ,পরশুরাম, (ফেনী)
উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যানুসারে চেয়ারম্যান পদে এ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্বা ফিরুজ আহাম্মদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল মোস্তাফা চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, জামায়াত নেতা এডভোকেট এমদাদ হোসেন, নিলুফা ইসাসমিন, আকবর হোসেনসহ মোট ৯ জন।তাদের মধ্যে শুধুমাত্র আবুল হাশেম অনলাইনে ফরম জমা দিয়েছেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে তিনজন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল মজুমদার ,পরশুরাম উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মুক্তিযুদ্বের অন্যতম সংগঠক মরহুম আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার ছেলে ইকরামুল করিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য নজরুল ইসলাম রিটু, ছাত্রলীগ নেতা নুর রহমান মুরাদ ।
এছাড়াও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এনামুল করিম মজুমদার বাদলের সহধর্মীনি নিলুফা ইয়াসমিন মজুমদার মনোনয়ন সংগ্রহ করেছেন ।
পরশুরামে ভোট গ্রহণ হবে ৮ মে, মনোনয়ণ ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে
Please follow and like us: