দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
১৫ অক্টোবর সকালে জেলা শহরের শাপলা চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন,জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মো. ইলিয়াছ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল মান্নান।
বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
Please follow and like us:










