২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • পৌর শহরের চক কোবদাসপাড়া মহল্লায় কিশোর গ্যাংদের দাবিকৃত চাঁদা না পেয়ে দোকানপাট ভাঙচুর অর্থ লুটপাট করার অ‌ভি‌যোগ




পৌর শহরের চক কোবদাসপাড়া মহল্লায় কিশোর গ্যাংদের দাবিকৃত চাঁদা না পেয়ে দোকানপাট ভাঙচুর অর্থ লুটপাট করার অ‌ভি‌যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৯ ২০২৩, ১৫:০৮ | 698 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া ডাবতলা মোড় এলাকায় সোহাগ স্টোর মোনোহারির দোকানে কিশোর গ্যাংদের দাবিকৃত চাঁদা না পেয়ে
দোকানপাট ভাঙচুর নগদ অর্থসহ লুটপাট করেছে একদল কিশোর গ‌্যাং সন্ত্রাসীরা।

এ ঘটনায় (২৯ মে) সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জ পৌর শহ‌রের চক কোবদাসপাড়া ডাবতলা মোড় এলাকায় সোহাগ স্টোর মোনোহারির দোকান মালিক সোহাগের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে
একই এলাকার কিশোর গ্যাং এর মুল হোতা মৃত আবু বক্কার সে‌খে ছেলে মোঃ হাফিজ শেখ। দাবিকৃত চাঁদা না পেয়ে কিশোর গ্যাং এর ৩ থে‌কে ৪ সন্ত্রাসীরা র‌বিবার রাত ১১ টা ৩০ মি‌নি‌টে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর, দোকানের ক্যাশে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল লুট ক‌রে নিয়ে যায়।

এ সময় কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা দোকান মালিকে মারধর ক‌রেন ও চাঁদা না দিলে হত্যা করার ও হুমকির প্রদান করে।

দোকান মা‌লিক সোহাগ সেখ বলেন, কিশোর গ্যাং এর মুল হোতা মোঃ হাফিজ শেখের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তারা ত‌া‌দের দাবিকৃত চাঁদা না পেয়ে আমার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হ‌বে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে। এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET