
সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া ডাবতলা মোড় এলাকায় সোহাগ স্টোর মোনোহারির দোকানে কিশোর গ্যাংদের দাবিকৃত চাঁদা না পেয়ে
দোকানপাট ভাঙচুর নগদ অর্থসহ লুটপাট করেছে একদল কিশোর গ্যাং সন্ত্রাসীরা।
এ ঘটনায় (২৯ মে) সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া ডাবতলা মোড় এলাকায় সোহাগ স্টোর মোনোহারির দোকান মালিক সোহাগের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে
একই এলাকার কিশোর গ্যাং এর মুল হোতা মৃত আবু বক্কার সেখে ছেলে মোঃ হাফিজ শেখ। দাবিকৃত চাঁদা না পেয়ে কিশোর গ্যাং এর ৩ থেকে ৪ সন্ত্রাসীরা রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর, দোকানের ক্যাশে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা দোকান মালিকে মারধর করেন ও চাঁদা না দিলে হত্যা করার ও হুমকির প্রদান করে।
দোকান মালিক সোহাগ সেখ বলেন, কিশোর গ্যাং এর মুল হোতা মোঃ হাফিজ শেখের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তারা তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে আমার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে। এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করা হবে।