প্রবাসী স্মরণে
লেখক: মাওলানা ইব্রাহিম হোসেন
যারা থাকো দেশের বাইরে
বড্ড মনে পড়ে ,
স্বপ্ন নিয়ে কর্ম করো
আপনজনদের ছেড়ে ।
মস্তবড় এই দুনিয়াটা
যেন একটা ঘর ,
সবাই মিলে থাকি হেথা
কহ নয় পর ।
মহান আল্লাহর মর্জি মতো
যদি চলা যায় ,
কষ্টের মাঝেও স্বস্ত্বি হেথা
শত্রু আপন হয় ।
ভালোবাসা মহৎ গুণ
শক্তিধর হাতিয়ার ,
সত্যিকারের সাধক হলে
জয় হয় তার ।
Please follow and like us: